Posts

Showing posts from December, 2021

নির্বাচিত হই বা না হই আমৃত্যু পর্যন্ত আপনাদের পাশে তাকব!!

Image
  "পরির্বতনের অঙ্গিকার মেম্বার হবে জনতার" নির্বাচিত হই বা না হই আমৃত্যু পর্যন্ত আপনাদের পাসে তাকব বলেন জনপ্রতিনিধি সোহেল আহমদ। আসন্ন ইউনিয়ন নিবাচন সামনে রেখে  ৭ নং দয়ামীর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সুহেল আহমেদ  ভাইয়ের নিবাচনি মতবিনিময় সভার উপস্থিত বৃহত্তর গ্রামের  মুরব্বিয়ান যুবকরা তাদের সু-পরামর্শে ও তাদের মতামতে আগামীকাল থেকে প্রচারণা শুরু করবেন।  Fb Live সমাজের কথা চ্যানেলকে ধন্যবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি সোহেল আহমদ। #fb_live_সমাজের_কথা

অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন!

Image
  কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে,  সাবেক ছাত্রদের উদ্যোগে, বছর দুই এক আগে কাটের তৈরি শহীদ মিনার, দিয়ে সকল জাতীয় অনুষ্ঠানে  শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়!  জানা যায়, কুরুয়া আদর্শ যুব কল্যান পরিষদ এর সভাপতি জনাব, সোহেল আহমদ - বলেন বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য, আগের শহীদ মিনারটি ভেঙ্গে দেওয়া হয়, ঐ অবস্থা অত্র সংগঠনে নজরে আসে, এবং নতুন শহীদ মিনার স্থাপন না হওয়া পর্যন্ত, এটা দিয়ে বিদ্যালয়ের সব কয়টি অনুষ্ঠান ছালানো হচ্ছে!  আজ সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে, উপস্তিত ছিলের, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জনাব মাহফুজুল রহমান জুয়েল, সহকারী শিক্ষক মহোদয় সহ, রাজনৈতিক সামাজিক ও অত্র সংগঠনের নেতৃবৃন্দ!

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, কূটনীতিকদের কঠিন পরীক্ষা

Image
    বিদেশি কূটনৈতিক চাপের বিপরীতে পিঠ সোজা করে দাঁড়াতে বাংলাদেশের মতো দেশের গণতান্ত্রিক ভিত্তি থাকতে হয় ইস্পাত কঠিন। যুদ্ধাপরাধীদের বিচারের সময় সেই শক্তি দেখাতে পেরেছিলো বাংলাদেশ সরকার। জন কেরির মতো আমেরিকান বুরোক্রাটিক ব্যক্তির ফোনকল একরকম গ্রাহ্যই করেনি বাংলাদেশ। গণতান্ত্রিক ভিত মজবুত থাকায় সেজন্য কোন ঝক্কিও পোহাতে হয়নি সরকারকে। গত দুইটি নির্বাচনের মধ্যে দিয়ে দেশ 'কর্তৃত্ববাদী গণতন্ত্রের' দিকে ধাবিত হয়েছে, সেখানে জনগণের সম্পৃক্ততা বিলীন হয়ে গেছে। আর গণতান্ত্রিক ভিত হয়েছে নড়বড়ে। ২০০৯ এর সরকার যেখানে শুরু থেকেই মিলিটেন্সি ঠেকাতে সব জায়গায় রাজনৈতিক শক্তির ক্ষমতা বৃদ্ধি করেছে। সেখানে ২০১৪ ও ২০১৮র সরকার 'কর্তৃত্ববাদী গণতন্ত্র' কায়েম করতে গিয়ে উল্টোদিকে হেঁটেছে। বেড়েছে সংস্থার কর্তৃত্ব। কমেছে রাজনৈতিক তথা গণতান্ত্রিক ক্ষমতা। যার ফলাফল এই বুরোক্রাটিক সংস্থার ওপর পুরোপুরি নির্ভরশীল হতে হয়েছে সরকারকে। একরকমভাবে সরকারের ভিত মজবুত করেই রেখেছে এই মিলিটেন্সি শক্তিগুলো। আর এমন একটি পরিস্থিতিতে সংস্থা ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা! গত কয়েক বছরে বাংলাদেশের কূটনী...