ওসমানী নগর ও বিশ্বনাথ বাসীর উপযোগী দাবী, ভ্রাম্যমাণ আদালতের কাছে



 ওসমানী নগর ও বিশ্বনাথ বাসীর উপযোগী দাবী, 

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে গত ৭ নভেম্বর বাসভাড়া ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেয় সরকার। তবে যেই সকল বাস সিএনজি চালিত সেই সকল বাস আগের ভাড়ায় চলবে এবং সিএনজি চালিত বাসে স্টিকার লাগানোর আদেশ দেওয়া হয়। সিলেটের অন্যান্য রুটের বাসে স্টিকার লাগানো হলেও দুখের বিষয় সিলেট থেকে বিশ্বনাথ, বালাগঞ্জ এবং শেরপুর রুটের কোন বাসে স্টিকার লাগানো হয় নি।  সিএনজি চালিত বাসগুলো বর্ধিত ভাড়া নিচ্ছে।  তাই বিআরটিএ এবং প্রতিটি উপজেলার প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করছি, সিলেট টু বিশ্বনাথ, বালাগঞ্জ, শেরপুর রোডে সিএনজি চালিত বাসে স্টিকার লাগানোর জন্য  ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হউক।

Comments