Posts

হোসাইন এন্ড মারজান কতৃক আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল খেলায়

Image
  হোসাইন এন্ড মারজান  প্রতিযোগিতা-২০২২  ফাইনাল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের সাথে পরিচিতি ও টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন আল-ইসলাহ ক্লাবের সভাপতি  জনাব সিরাজুল ইসলাম সিরাজ  সহ সাবেক মেম্বার স্বপন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ি ও টিকাদার জনাব আরব আলী, ছাত্রলীগ নেতা জনাব শিমুল আহমদ  এবং পরিচালনা কমিটিবৃন্দ। উক্ত খেলায় চ্যাম্পিয়ান হয় হোসাইন একাদশ  রানার্স আপ হন মারজান একাদশ হোসাইন এন্ড মারজান  প্রতিযোগিতা-২০২২ ফাইনাল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রথম পুরস্কার হিসেবে ২০" ট্রপি এবং ২টি জার্সি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে  ১৬" ট্রপি এবং ২টি জার্সি  তাছাড়া ম্যান অব দ্যা ম্যাচ সহ আরও অনেক পুরস্কার বিতরণ করা হয়। 

নির্বাচিত হই বা না হই আমৃত্যু পর্যন্ত আপনাদের পাশে তাকব!!

Image
  "পরির্বতনের অঙ্গিকার মেম্বার হবে জনতার" নির্বাচিত হই বা না হই আমৃত্যু পর্যন্ত আপনাদের পাসে তাকব বলেন জনপ্রতিনিধি সোহেল আহমদ। আসন্ন ইউনিয়ন নিবাচন সামনে রেখে  ৭ নং দয়ামীর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সুহেল আহমেদ  ভাইয়ের নিবাচনি মতবিনিময় সভার উপস্থিত বৃহত্তর গ্রামের  মুরব্বিয়ান যুবকরা তাদের সু-পরামর্শে ও তাদের মতামতে আগামীকাল থেকে প্রচারণা শুরু করবেন।  Fb Live সমাজের কথা চ্যানেলকে ধন্যবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি সোহেল আহমদ। #fb_live_সমাজের_কথা

অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন!

Image
  কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে,  সাবেক ছাত্রদের উদ্যোগে, বছর দুই এক আগে কাটের তৈরি শহীদ মিনার, দিয়ে সকল জাতীয় অনুষ্ঠানে  শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়!  জানা যায়, কুরুয়া আদর্শ যুব কল্যান পরিষদ এর সভাপতি জনাব, সোহেল আহমদ - বলেন বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য, আগের শহীদ মিনারটি ভেঙ্গে দেওয়া হয়, ঐ অবস্থা অত্র সংগঠনে নজরে আসে, এবং নতুন শহীদ মিনার স্থাপন না হওয়া পর্যন্ত, এটা দিয়ে বিদ্যালয়ের সব কয়টি অনুষ্ঠান ছালানো হচ্ছে!  আজ সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে, উপস্তিত ছিলের, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জনাব মাহফুজুল রহমান জুয়েল, সহকারী শিক্ষক মহোদয় সহ, রাজনৈতিক সামাজিক ও অত্র সংগঠনের নেতৃবৃন্দ!

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, কূটনীতিকদের কঠিন পরীক্ষা

Image
    বিদেশি কূটনৈতিক চাপের বিপরীতে পিঠ সোজা করে দাঁড়াতে বাংলাদেশের মতো দেশের গণতান্ত্রিক ভিত্তি থাকতে হয় ইস্পাত কঠিন। যুদ্ধাপরাধীদের বিচারের সময় সেই শক্তি দেখাতে পেরেছিলো বাংলাদেশ সরকার। জন কেরির মতো আমেরিকান বুরোক্রাটিক ব্যক্তির ফোনকল একরকম গ্রাহ্যই করেনি বাংলাদেশ। গণতান্ত্রিক ভিত মজবুত থাকায় সেজন্য কোন ঝক্কিও পোহাতে হয়নি সরকারকে। গত দুইটি নির্বাচনের মধ্যে দিয়ে দেশ 'কর্তৃত্ববাদী গণতন্ত্রের' দিকে ধাবিত হয়েছে, সেখানে জনগণের সম্পৃক্ততা বিলীন হয়ে গেছে। আর গণতান্ত্রিক ভিত হয়েছে নড়বড়ে। ২০০৯ এর সরকার যেখানে শুরু থেকেই মিলিটেন্সি ঠেকাতে সব জায়গায় রাজনৈতিক শক্তির ক্ষমতা বৃদ্ধি করেছে। সেখানে ২০১৪ ও ২০১৮র সরকার 'কর্তৃত্ববাদী গণতন্ত্র' কায়েম করতে গিয়ে উল্টোদিকে হেঁটেছে। বেড়েছে সংস্থার কর্তৃত্ব। কমেছে রাজনৈতিক তথা গণতান্ত্রিক ক্ষমতা। যার ফলাফল এই বুরোক্রাটিক সংস্থার ওপর পুরোপুরি নির্ভরশীল হতে হয়েছে সরকারকে। একরকমভাবে সরকারের ভিত মজবুত করেই রেখেছে এই মিলিটেন্সি শক্তিগুলো। আর এমন একটি পরিস্থিতিতে সংস্থা ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা! গত কয়েক বছরে বাংলাদেশের কূটনী...

শুরু হলো বাংলাদেশের স্বাধীনতার সাক্ষর বিজয়ের মাস।

Image
  আজ ০১ ডিসেম্বর (বুধবার) থেকে শুরু হলো বাংলাদেশের স্বাধীনতার সাক্ষর বিজয়ের মাস। মহান মুক্তিযুদ্ধে এ মাসের ১৬ তারিখে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবের অধ্যায় সূচিত হয়। এই দিনটি বেসরকারীভাবে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করে আসছেন প্রতিবছর। এবারের বিজয় দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য বহন করছে। এ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে জাতি। upay ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বাঙালি জাতি হাজার বছরের শৃঙ্খল থেকে মুক্তির লক্ষ্যে দীর্ঘ লড়াই-সংগ্রাম চালিয়ে আসে। এ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় পাকিস্তানের উপনিবেশিক শাসন, শোসন, নির্যাতনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন এক পর্যায়ে স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। ধারাবাহিকভাবে চলে আসা এ আন্দোলন-সংগ্রাম ১৯৭১-এর মার্চে এসে স্ফুলিংয়ে রূপ নেয়। ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিতে জাতিকে দিকদির্দেশনা দেন। বাঙালির এ স্বাধীনতার আন্দোলনকে স্তব্ধ করতে ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে থাকে পাকিস্তানি জান্তারা। ...

ওসমানীনগরে ইয়াবা ও গাঁজাসহ২ জন আটক

Image
  সিলেটের ওসমানীনগর থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের দেহ তল্লাশী কওে একজনের কাছ থেকে ২শ ৫ পিছ ইয়াবা ও অপর জনের হেফাজতে থাকা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাজপুর বাজারে অভিযান পরিচালনা করে ইয়াবা বড়ি বিক্রি কালে ২০৫ পিস ইয়াবা বড়ি ও নগদ টাকাসহ ভ্রাম্যমান মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৪২) কে আটক করে পুলিশ।সে উপজেলার উদরকোনা পালপাড়া গ্রামের মৃত হারিছ আলীর পুত্র। এ সময় আব্দুর রহিমের সাথে থাকা অন্য এক ব্যক্তি পালিয়ে গেছে বলে জানা গেছে। আটককৃত আব্দুর রহিম পূর্বে দায়েরকৃত একাধিক মাদক মামলার আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে। একই রাত ৯টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া নতুনবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম গাঁজাসহ আরো এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত সাহিদ আলী(৩৭)। সে খাইয়ার খাইড় গ্রামের আলতাফ আলীর পুত্র। গাঁজা ক্রয় বিক্রয় কালে তাকে আটক করা হয়। এস...

জমকালো আয়োজনে শিমুল আহমদ এর জন্মদিন পালন!!

Image
  দুঃসময়ের সাবেক রাজপথের ছাত্রলীগ নেতা, শিমুল আহমদের জন্মদিন উপলক্ষে আজ বাদ সন্ধ্যা   কেক কাটা হয় |  ইতিপূর্বেই শিমুল আহমদ দেশ-বিদে শর সভার কাছে দোয়া চেয়েছেন, এবং অনাকে যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।