হোসাইন এন্ড মারজান কতৃক আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল খেলায়
হোসাইন এন্ড মারজান প্রতিযোগিতা-২০২২ ফাইনাল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের সাথে পরিচিতি ও টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন আল-ইসলাহ ক্লাবের সভাপতি জনাব সিরাজুল ইসলাম সিরাজ সহ সাবেক মেম্বার স্বপন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ি ও টিকাদার জনাব আরব আলী, ছাত্রলীগ নেতা জনাব শিমুল আহমদ এবং পরিচালনা কমিটিবৃন্দ। উক্ত খেলায় চ্যাম্পিয়ান হয় হোসাইন একাদশ রানার্স আপ হন মারজান একাদশ হোসাইন এন্ড মারজান প্রতিযোগিতা-২০২২ ফাইনাল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রথম পুরস্কার হিসেবে ২০" ট্রপি এবং ২টি জার্সি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ১৬" ট্রপি এবং ২টি জার্সি তাছাড়া ম্যান অব দ্যা ম্যাচ সহ আরও অনেক পুরস্কার বিতরণ করা হয়।